August 3, 2025, 3:49 am

ফের কোয়ারেন্টাইনে রোনালদো!

Reporter Name 272 View
Update : Wednesday, April 29, 2020

স্পোর্টস ডেস্ক | ঢাকা২৪ডটনেট:
করোনা ভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময়ে ইতালিয়ান লিগ বন্ধ হয়ে যায়। ওই সময়ে ইতালি ছেড়ে নিজ দেশ পর্তুগালে ফিরে যান জুভেন্তাসের ক্রিস্টিয়ানো রোনালদো। পরিবারের সাথে সময় কাটাতেই দেশে ফিরেছিলেন তিনি। দেশে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিন পালন করেছেন। করোনা থেকে নিরাপদে থাকলেও অদূর ভবিষ্যতে আবারও ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হবে সিআরসেভেনকে।

সিরি-আ কর্তৃপক্ষ আগামী মাসের শেষে লিগ শুরুর চিন্তা-ভাবনা করায় রোনালদোসহ বিদেশি ফুটবলাররা আবারো ইতালিতে ফিরেছেন। ইতোমধ্যে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে ইতালিয়ান সিরি শীর্ষ ফুটবল লিগের খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দিয়েছেন। সিরি-আর খেলোয়াড়রা ৪ মে থেকে এককভাবে ও ১৮ মে থেকে দলীয়ভাবে অনুশীলন করতে পারবে। তাই দলের সাথে যোগ দিতে, মাদেইরার নিজ বাড়িতে ফিরেছেন রোনালদো।

করোনা ভাইরাস প্রতিরোধে ইতালির সরকার নির্দেশিত আদর্শ নিয়ম অনুযায়ী, কোনো দেশ থেকে ইতালিতে আসলে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে। এজন্য ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে রোনালদোকেও। ১৪ দিন হোম কোয়ারেন্টিন শেষে দলের সাথে যোগ দিতে পারবেন তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর