October 8, 2025, 4:50 am

কিন্ডারগার্টেন শিক্ষকদের ১০ দফা দাবি

Reporter Name 168 View
Update : Wednesday, July 8, 2020

ডেস্ক রিপোর্ট:
চলমান পরিস্থিতিতে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে প্রণোদনা দেয়াসহ ১০ দাবি জানিয়েছেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতারা। ধবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধ‌নে এ দা‌বি জানায় তারা।

শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে- স্কুলগুলোকে সহজ শর্তে ঋণ দেয়া, সংকটে পড়া স্কুল শিক্ষকদের বিশেষ অনুদান দেয়া, কর্মহীন হয়ে পড়া কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক পরিবারকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা, শিক্ষকদের অর্থ কষ্ট লাঘবে সরকারি প্রণোদনা, স্কুলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা ইত্যাদি।

বক্তব্যে শিক্ষকরা বলেন, এরই মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেকেই অমানবিক জীবন যাপন করছেন। কেউবা চাকরি হারিয়ে হকার বা কাঁচা সবজি বিক্রি করে জীবন যাপন করছেন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে পরিচালিত হওয়ায় বাড়ি ভাড়া, শিক্ষকদের বেতন দিতে না পারায় আর্থিক চাপের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়ার অনুরোধ জানান তারা।

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কো চেয়ারম্যান মো. আব্দুল বাকীর সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল মাজেদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান প্রমুখ এতে উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর