August 3, 2025, 9:51 pm

সামান্য টিকটক থেকে তাদের আয় শুনলে মাথা ঘুরে যাবে!

Reporter Name 152 View
Update : Wednesday, July 8, 2020
(বাম পাশ থেকে) মঞ্জুল খট্টর, গিমা আশি, আবেজ দরবার ও জান্নাত জুবেইর

বিনোদন ডেস্ক:
ভারতে অন্যতম জনপ্রিয় অ্যাপ টিকটক। তবে সম্প্রতি কেন্দ্র ৫৯টি চীনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তার মধ্যে টিকটকও রয়েছে। ভারতে টিকটক এতটাই জনপ্রিয় যে এই অ্যাপ ব্যবহার করে তারকা বনে গিয়েছেন অনেকে। মাসে তাদের আয় টেক্কা দিতে পারে যে কোনও বলিউড অভিনেতাকে।

পেশায় একজন মডেল গিমা আশি। কিন্তু টিকটকেও তিনি বেশ জনপ্রিয়। এই অ্যাপে ‘বহত হার্ড’ গানের সঙ্গে তার ভিডিও তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। টিকটকে এক কোটি ফলোয়ার রয়েছে তার। এখান থেকে মাসে ৬ লক্ষ টাকা আয় করেন দিল্লির এই মডেল।

টিকটক স্টারদের মধ্যে বেশ জনপ্রিয় মঞ্জুল খট্টর। হরিয়ানার ছেলে মঞ্জুলের পড়াশোনা কমার্স নিয়ে। টিকটকে প্রায় ১৪ কোটি ফলোয়ার রয়েছে তার। এই অ্যাপ থেকে প্রায় ৫ লক্ষ টাকা আয় করেন তিনি।

পেশায় টেলিভিশনের অভিনেত্রী হলেও অবনীত কউর জনপ্রিয় টিকটক স্টার। ‘মর্দানি’ ছবিতে অভিনয় করেন অবনীত। টিকটক থেকে মাসে ১৬ লক্ষ টাকা আয় করেন তিনি।

টিকটক স্টার আবেজ দরবারের কোরিওগ্রাফার হিসেবে বেশ নামডাক রয়েছে। টিকটকে কমেডি ভিডিও পোস্ট করেন তিনি। টিকটকে তার ফলোয়ারের সংখ্যা ২ কোটি। এই অ্যাপ থেকে আবেজ মাসে ১৪ লক্ষ টাকা আয় করেন।

জান্নাত জুবেইরও পেশায় অভিনেত্রী। ২০১৯ সালে ভারতে টিকটক ফলোয়ার্সের হিসাবে শীর্ষস্থানে ছিলেন জান্নাত। তার টিকটকের ফলোয়ার সংখ্যা ১ কোটি। টিকটক থেকে তার মাসিক আয় প্রায় ২০ লক্ষ টাকা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর