August 21, 2025, 9:25 pm

৭১ জনের শরীরে ১ মিনিটে করোনা ছড়ালেন এক নারী!

Reporter Name 180 View
Update : Tuesday, July 14, 2020

আন্তর্জাতিক ডেস্ক:
করোনাকালীন নিজেকে ঘরবন্দী করে রেখেছেন এক নারী। কিন্তু তারপরও মাত্র ১ মিনিটে ৭১ জনের শরীরে করোনা ছড়িয়ে দিয়েছেন তিনি! এমন অবাক করার মতো খবর জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী বাহির থেকে ফেরার পর নিজেকে ঘরবন্দী করে রেখেছিলেন। বেরও হননি নিজের অ্যাপার্টমেন্ট থেকে। খাবারও এনেছেন বাইরে থেকে অর্ডার দিয়ে। কিন্তু শরীরে যে ভাইরাস বাসা বেঁধেছে, তা তিনি জানতেন না।

ওই নারী লিফটে চড়ার পরই সবকিছু পাল্টে যায়। তার থেকে দ্রুত হারে সংক্রমণ ছড়িয়ে পড়ে অন্যদের শরীরে। মাত্র ৬০ সেকেন্ডে ৭১ জনের শরীরে করোনা ছড়িয়ে দিয়েছেন তিনি!

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কনট্রোলের নতুন সমীক্ষায় জানা গেছে, প্রত্যেক ভ্রমণকারীর মধ্যে উপসর্গহীন করোনা দেখা যাচ্ছে। এমনকি তারা যে ভাইরাসের অন্যতম বাহক, তারা তা বুঝতে পারছেন না। এরই মধ্যে উপসর্গহীন করোনা রোগীই বর্তমানে ভাইরাসটি ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় ও বিধ্বংসী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর