October 28, 2025, 3:58 am

নিজ এলাকায় ঈদ উপহার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name 156 View
Update : Friday, July 24, 2020

নিউজ ডেস্ক: নিজ নির্বাচনি এলাকায় (ঢাকা -১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরবাংলা নগর) ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার (২৪ জুলাই) মনিপুরী পাড়ার নিজ বাসভবনে রাজধানীর ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের মাধ্যমে শাড়ি, লুঙ্গি, খাদ্যদ্রব্য (চাল, সেমাই, চিনি, দুধ, ডাল) ও কোরবানি দেয়ার জন্য নগদ টাকা বিতরণ করেন।

পাশাপাশি উপরোল্লিখিত ওয়ার্ড এলাকায় অবস্থিত কিছুসংখ্যক মাদ্রাসায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশু কোরবানির জন্য নগদ টাকা বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ঈদ উপহার বিতরণের সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত স্বল্পসংখ্যক নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার।

এ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বানও জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর