October 28, 2025, 3:54 am

মুজিববর্ষ উপলক্ষ্যে দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বৃক্ষ রোপণ

Reporter Name 170 View
Update : Friday, July 24, 2020

অনলাইন ডেস্ক:
পরিবেশের ভারসাম্য রক্ষায় ও নিরবিচ্ছিন্ন অক্সিজেন পেতে বৃক্ষ রোপণের বিকল্প নাই। বর্তমান বর্ষা মৌসুমে আমাদের সবাইকে বেশি বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচি একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
এদিকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য মেনে চলতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ীর বাহিরে যাওয়া যাবে না। বিশেষ কোন প্রয়োজনে বাড়ীর বাহিরে গেলেও মাক্স ব্যবহার করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় দিনাজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের শেখপুরা রেলগেট সংলগ্ন শহিদুল্লাহ মোড়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখা আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসুচি উপলক্ষে শিশু কিশোরদের মাঝে বিভিন্ন প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন উপরোক্ত কথা বলেন।

সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান নভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান মেহের সুলতানা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির মুখপাত্র, শহর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর