September 11, 2025, 6:03 am

নটর ডেমসহ ৪ কলেজে ভার্চ্যুয়াল ভর্তি পরীক্ষা শুরু ৯ আগস্ট

Reporter Name 194 View
Update : Wednesday, July 29, 2020

ডেস্ক রিপোর্ট:
করোনা ভাইরাস মহামারির মধ্যে ক্যাথলিক চার্চ পরিচালিত নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজকে ভার্চ্যুয়ালি ভর্তি পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে সরকার।

আগামী ৯ থেকে ১৪ আগস্টের মধ্যে এসব প্রতিষ্ঠানের একাদশ শ্রেণিতে ভার্চ্যুয়ালি লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়ে গতকাল মঙ্গলবার কলেজগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফি সোনালী সেবার মাধ্যমে প্রতি শিক্ষার্থীর জন্য ৩৫০ টাকা (আবেদন ফি ৫০ টাকা, বোর্ডের প্রাথমিক নিশ্চয়ন ফি ২০০ টাকা এবং ডেটা এন্ট্রি ফি ১০০ টাকা) জমা দিয়ে ছক আকারে তা আগামী ৩০ আগস্টের মধ্যে বোর্ডে পাঠাতে হবে।

এদিকে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবছর আগামী ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর