কোরবানির ষাঁড়ের পেটে বাছুর, এ-ও কি সম্ভব!!

ঠাকুরগাঁও:
এ-ও কি সম্ভব!! সবার মুখে এই একই কথা। কী করে এমনটি হতে পারে! সবাই রীতিমতো অবাক। কিন্তু ঘটনা পুরোপুরি সত্যি। কোরবানি দেয়া ষাঁড়ের পেটে পাওয়া গেলো বাচ্চা।
ঈদের দিন গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের পরীগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জে ইউনিয়নের আকাশীল গ্রামের মোজাম্মেল নামে এক ব্যক্তির বাসায় ষাঁড়টি কোরবানি দেয়া হয়। এরপরই সবাই চোখ কপালে। ষাঁড়ের পেটের ভেতর থেকে বের করে আনা হলো একটি বাছুর।
মোজাম্মেল হক জানান, ওই উপজেলার দলপতিপুর আইয়ুব আলীর কাছ থেকে ৬৩ হাজার টাকা দিয়ে কোরবানির জন্য তিনি ষাঁড়টি কিনেছিলেন। ঈদের দিন সকালে ষাঁড়টি জবাই করা হয়। পরে ভুঁড়ি পরিষ্কার করতে গেলে ষাঁড়ের পেটে একটি বাছুর পাওয়া যায়।
কোরবানির ষাঁড়ের পেটে বাছুর- এ ঘটনা মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে বাছুরটিকে একনজর দেখতে আশপাশের লোকজন ছুটে আসেন।
এলাকাবাসী বলছে, গাভী হলে বিয়টি বিশ্বাসযোগ্য মনে হতো। কিন্তু ষাঁড়ের পেটে বাছুর সত্যিই মানুষকে অবাক করেছে। তারা কেউ কোনও দিন এমন ঘটনা দেখেননি।