August 3, 2025, 10:05 pm

যেভাবে ফাঁস হয়েছিল সোনাক্ষীর স্নান দৃশ্যের ভিডিও!

Reporter Name 273 View
Update : Tuesday, August 4, 2020

বিনোদন ডেস্ক:
বলিউডের অনেক নায়িকার ক্ষেত্রেই আগে এমন ঘটনা ঘটেছে। কেউ কেউ তো নিজেকে খবরের শিরোনাম করতে ইচ্ছেকৃতও এমনটি করেছেন। তবে দাবাং গার্ল খ্যাত সোনাক্ষী সিনহা হয়তো তাদের দলে নন। যদিও প্রায় একই ফাঁদে ঠিকই পা দিতে হলো তাকে।

বছর তিনেক আগে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সোনাক্ষী সিনহার স্নানের ভিডিও। ইনস্টাগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল সেই ছবি। যা নিয়ে তখন ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিলেন রোমান্টিক এই অভিনেত্রী।

ঘটনাটি ২০১৭ সালের শেষ দিকের। ওই বছরেরই শুরুর দিকে মুক্তি পায় সোনাক্ষী অভিনীত ‘নূর’ ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে তখন বলা হয়েছিল, ‘নূর’ ছবি থেকেই সোনাক্ষীর স্নানের উষ্ণ দৃশ্য ভাইরাল হয়।

এর ঠিক দুই বছর আগে ২০১৫ সালেও ভাইরাল হয় একটি এমএমএস। সেখানে দাবি করা হয়, এমএমএসে যার ছবি ভাইরাল হয়েছে, তিনি নাকি ‘দাবাং গার্ল’।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ সিনেমায় অভিনয় করে বলিউডে অভিষেক হয় সোনাক্ষী সিনহার। এরপর দাবাং, টু, লুটেরা, আকিরা, হলিডে আর রাজকুমার, তেভার, বুলেট রাজা, ইত্তেফাকসহ একাধিক ছবিতে অভিনয় করে ভক্তদের হৃদয়ের রানী বনে গেছেন সোনাক্ষী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর