খুলনায় বিএনপির কল সেন্টারে নগদ অর্থ প্রদান
						স্টাফ করেসপন্ডেন্ট:
করোনা ভাইরাসে আক্রান্তদের মানবিক চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ নগদ অর্থ প্রদান করেছেন ডা. সারাফত ও ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আনাম খানের নাতি শিশু ডিয়ন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ ‘কল সেন্টারের’ অস্থায়ী কার্যালয়ে ডা. সারাফতের দেয়া নগদ অর্থ সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবী রোজি রহমানের মাধ্যমে এবং ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আনাম খানের নাতি লিবান আরাফ ডিয়নের জন্মদিনের উদযাপিত জমানো নগদ অর্থ শিশু ডিয়ন নিজে নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র হাতে তুলে দেন।
তিনি বলেন, এ মহামারিতে ছোট শিশু নিজের জন্মদিনের অর্থ মানব সেবায় উৎসর্গ করলেন। এ অনুদান সত্যিই আমাদেরকে আরো অনুপ্রানিত করবে। দেশে এক দিকে করো না ভাইরাস অন্য দিকে বন্যা। প্রাকৃতিক সকল দুর্যোগ সুস্থ থেকে মোকাবেলা করতে হবে। বর্তমান দেশের মানুষ অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে। এ সকল মানুষের সাহায্যে র জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে তাদের পাশে দাঁড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, আ ম আব্দুর রহমান, রেহেনা ঈশা, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, বদরুল আনাম খান, সিরাজুল ইসলাম লিটন, আল আমিন তালুকদার প্রিন্স, রাজিবুল হাসান বাপ্পী, ইমরান হোসেন, কাওসারী জাহান মঞ্জু, ইসমত আরা কাকন প্রমুখ।


												                                            





										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										