October 28, 2025, 1:07 am

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু

Reporter Name 155 View
Update : Thursday, September 10, 2020

নিজস্ব প্রতিবেদক | ঢাকা২৪.নেট:
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুই জন মারা গেছেন। তারা হলেন মো. নজরুল (৫০) ও শেখ ফরিদ (২১)। এ নিয়ে ওই ঘটনায় মোট ৩১ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা দুজনই লাইফ সাপোর্টে ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত নজরুলের শরীরের ৯৪ শতাংশ দগ্ধ হয়েছিল। তার পিতার নাম মো. আব্দুর রাজ্জাক। আর নিহত শেখ ফরিদের শরীরের ৯৩ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চড়ালদী গ্রামের এমদাদুল হকের ছেলে।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এ সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় সবাই দগ্ধ হন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর