লিসবনের ১০ জন করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লিসবনের ১০ জন সদস্য। নতুন মৌসুম শুরুর একদিন আগেই এলো এমন দুঃসবাদ পেল পর্তুগিজ জায়ান্টরা। ক্লাবটির কোচ রুবেন আমোরিমসহ আটজন খেলোয়াড়ের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। ক্লাবের এক ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।
তবে করোনা আক্রান্তদের শরীরে কোনো ধরনের উপস্বর্গ দেখা যায়নি। শুক্রবার থেকে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে পর্তুগিজ লিগের ২০২০-২১ মৌসুম। করোনার ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গিল ভিসেন্টের বিপক্ষে শনিবার লিসবনের প্রথম ম্যাচ।
এদিকে গিল ভিসেন্টে তাদের ক্লাবের ১০ জন খেলোয়াড় ও পাঁচজন কোচিং স্টাফসহ সর্বমোট ১৫টি পজিটিভ কেসের বিষয় আগেই নিশ্চিত করেছে। কিন্তু যারা নেগেটিভ এসেছে তাদের নিয়ে বুধবার থেকে তারা অনুশীলন শুরু করেছে।
ক্লাবটির এক মুখপাত্র জানিয়েছে পুরো দলের ওপর থেকে কোয়ারেন্টাইন উঠিয়ে নেয়া হয়েছে। পজিটিভ হওয়া ১৫ জন বর্তমানে আইসোলেশনে আছেন। বাকিদের নিয়ে সকাল থেকে অনুশীলন শুরু হয়েছে।
কিন্তু পর্তুগালের স্বাস্থ্য সচিব এন্টোনিও লাকের্ডা বলেছেন, প্রতিটি ম্যাচের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবকিছু পর্যবেক্ষণ করবে।