November 13, 2025, 8:10 pm

ঢাবি ছাত্রীর আরেক মামলা, এবার ভিন্ন অভিযোগ

Reporter Name 211 View
Update : Thursday, September 24, 2020

ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী আরও একটি মামলা করেছেন। নতুন মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে যৌন উত্তেজনা সৃষ্টিকারী মিথ্যা সংলাপ ও অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ থানায় সাইবার বুলিংয়ের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন ওই ছাত্রী। আজ দুপুরের দিকে মামলাটি করা হয়।’

মামলার এজাহারে ওই ছাত্রী উল্লেখ করেছেন, ডাকসুর সাবেক ভিপি নুরসহ ছাত্র অধিকার পরিষদের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে ফেসবুকের বিভিন্ন আইডি এবং গ্রুপে আমার নামে যৌন উত্তেজনা সৃষ্টিকারী মিথ্যা সংলাপ পাবলিক পোস্ট, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে প্রচার করে আমার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাহানি করে আসছে। এই ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছি।

এ ব্যাপারে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ শাস্তির দাবি জানান ওই ছাত্রী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর