নারী নির্যাতন মামলায় আটক হাছানুর রহমান নক্সেবন্দী
স্টাফ করেসপন্ডেন্ট:
সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের শীর্ষ আলেমদের নিয়ে চরম ভাষায় উক্তিকারী সুন্নিনামধারী আলেম হাছানুর রহমান নক্সেবন্দীকে নারী নির্যাতনের অভিযোগে আটক করেছে পুলিশ।
গত রবিবার (২১ জুন ২০২০) স্ত্রীর অভিযোগে যাত্রাবাড়ী থানার পুলিশ তাকে আটক করেন।
ওই নারীর পরিবার সূত্রে জানা যায়, স্ত্রীকে মারধর, গর্ভের বাচ্চা নষ্ট করার চেষ্টা ও একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এসব অভিযোগের কারণে তার স্ত্রী যাত্রবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, হাছানুর রহমান নক্সেবন্দী ইতিপূর্বেও মুনশিগঞ্জ ও ধলপুর চিশতিয়া জামে মসজিদে ইমাম থাকাকালীনও নারী কেলেঙ্কারী জড়িয়ে পড়েছিল। ফলে তাকে সেসব মসজিদের ইমামতি থেকে বাদ দেয়া হয়। এছাড়া প্রতিটা মসজিদেই সে বিতর্কিত মাসআলা-মাসায়েল দিয়ে, কোরআন- হাদীসের অপব্যখ্যা করে মুসল্লীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। সেসব মহল্লায় মারাত্মক বিশৃঙ্খলা ও সমস্যা তৈরি করেন। এছাড়া নক্সেবন্দী কমলাপুর পুরাতন বাজার জামে মনজিদের খতিবের পদও হারাতে হয়।


