November 12, 2025, 5:19 am

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

Reporter Name 137 View
Update : Saturday, September 26, 2020

নিজস্ব প্রতিবেদক:
গ্রামাঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা প্রদানে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের (এক হাজার ৭০০ কোটি টাকা) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের সদর দফতর এ অনুমোদন দেয়।

ঋণের এই অর্থ গ্রামাঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা প্রদানের জন্য ব্যয় করা হবে। ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ প্রকল্পের আওতায় বড় ও ছোট পাইপের মাধ্যমে ছয় লাখ গ্রামীণ মানুষকে নিরাপদ ও পরিষ্কার পানি সরবরাহ করা হবে।

এর আওতায় ৩৬ লাখ গ্রামীণ মানুষকে স্যানিটেশন সেবা প্রদান করা হবে। এর মাধ্যমে বাসায় ও জনবহুল জায়গায় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির (হাত ধোয়া) ব্যবস্থা করা সম্ভব হবে। যা করোনাভাইরাস প্রতিরোধেও সহায়ক হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি টেম্বন বলেন, ‘সবার জন্য পানি সরবরাহ প্রদান এবং উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তারপরও মানবসম্পদ উন্নয়নে মানসম্মত পানি সরবরাহ ও স্যানিটেশন প্রদানে প্রতিবন্ধকতা রয়েছে।

তাতে আরও বলা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে পরিষ্কার পানি ও স্যানিটেশন সেবা প্রদান করা সম্ভব হবে। যা ডায়রিয়া কমাতে, পুষ্টি ও স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখবে। বিশেষ করে অরক্ষিত শ্রেণির মানুষ বেশি সুবিধা পাবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর