August 12, 2025, 9:09 pm

শনাক্ত বাড়লেও সুস্থতায় স্বস্তি

Reporter Name 178 View
Update : Sunday, September 27, 2020

অনলাইন ডেস্ক

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ১৭১৪ জন। শনাক্তের চেয়ে সুস্থতার হার বেশি। এতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস মানুষের। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।

এদিকে একদিনে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৭৫ জনের। এ পর্যন্ত শনাক্ত হলো ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন করোনা রোগী। এছাড়া করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১৬১ জনে।

রোববার বিকালে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এর একদিন আগে শনিবার দেশে আরও ১ হাজার ১০৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৩৬ জন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর