রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

ডেস্ক রিপোর্ট:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন রংপুর নগরীসহ জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিনে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক ভাবে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রংপুর জেলা যুবলীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিন পালন করেন। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।