December 18, 2025, 6:26 pm

প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে ১৭ লাখ টাকা ছিনতাই

Reporter Name 184 View
Update : Tuesday, September 29, 2020

ডেস্ক রিপোর্ট:
যশোরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে এনামুল হক নামে এক মোটর পাটর্স ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে যশোর কোতোয়ালি থানার পাশে ইউসিবিএল ব্যাংকের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ।

আহত ইমন জানান, এনামুল হক ও তিনি আজ দুপুরে মোটরসাইকেল নিয়ে টাকা জমা দিতে ইউসিবিএল ব্যাংকে আসেন। ব্যাংকের সামনে নামতেই দুজন ছিনতাইকারী এনামুল হককে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এরপর বোমা ফাটিয়ে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল। পরে স্থানীয় দোকানদাররা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, এনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, তারা ফুটেজ পেয়েছেন। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর