August 12, 2025, 9:07 pm

রূপসায় ভাঙছে বাঁধ, আতঙ্কে কয়েক হাজার কৃষক

Reporter Name 155 View
Update : Tuesday, September 29, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের চর শ্রীরামপুর বিলের পাশ দিয়ে বয়ে চলা আঠারোবেঁকি নদীতে ভাঙন দেখা দিয়েছে। যার কারণে আতঙ্কে রয়েছেন ওই বিলে চাষাবাদ করা কয়েক হাজার কৃষক৷

সরেজমিনে জানা গেছে, প্রায় ১০-১২ বছর আগে বেড়িবাঁধের সাথে একটি স্লুইসগেট ছিল। নদী ভাঙনের ফলে সেটি প্রায় আঁধা কিলোমিটার ভিতরে স্থাপন করা হয়েছে। তাই প্রায় ২-৩ বছর ধরে নদীতে ভাঙন দেখা দিয়েছে। তবে এখনকার অবস্থা ভয়াবহ। প্রতিদিন ভাঙছে বাঁধ। এ জন্য বিভিন্ন মৌসুমে আতঙ্কে ফসল চাষ করছেন এখানকার কয়েক হাজার কৃষক। তাছাড়া বেড়িবাঁধের এক স্থানে ভেঙে ফসলি জমি ও এলাকা তলিয়ে যাবে এমন অবস্থা হয়ে পড়লে কৃষক ও এলাকাবাসী মিলে নিজ খরচে জায়গাটি সংস্কার করে।

ভুক্তভোগী আরিফুল শেখ জানান, আমরা এখানে যারা বসবাস করি। তারা প্রায় সবাই কৃষির ওপর নির্ভরশীল। আমাদের আয় আসে এই চর শ্রীরামপুর বিলে ফসল চাষ করে। কিন্তু প্রায় ২-৩ বছর ধরে নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেওয়ায় আমরা চরম আতঙ্কে রয়েছি। প্রতিনিয়ত বাঁধ ভেঙে পানিতে চলে যাচ্ছে।

চর শ্রীরামপুর বিলের কৃষক কবির শেখ জানান, আমরা কৃষক ও স্থানীয়রা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবন যাপন করছি। বেড়িবাঁধে যে ভাবে ভাঙন দেখা দিয়েছে তাতে মনে হয় এটি বেশি দিন টিকবেনা। এই বাঁধ ভাঙলে ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, আমরা নিজ উদ্যোগে প্রায় লাখ টাকা খরচ করে আমরা ছোট একটি বাঁধ তৈরি করেছি। কিন্তু তাতেও আমাদের আতঙ্ক কাটেনি। কারন যখন তখন এই বাঁধ ভেঙে যেতে পারে।

নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল জানান, বেড়িবাঁধটি বর্তমানে আগের অবস্থায় রয়েছে। বাঁধটি সংস্কার করা হবে। এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর