July 31, 2025, 2:33 am

একাদশ জাতীয় সংসদে কোরাম সংকটে ক্ষতি ২২.৮ কোটি টাকা

Reporter Name 167 View
Update : Wednesday, September 30, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
একাদশ জাতীয় সংসদের পাঁচটি অধিবেশনে কোরাম সংকটে কমপক্ষে ১৯.২৬ ঘণ্টা এবং ২২.৮ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে একাদশ জাতীয় সংসদের পাঁচটি অধিবেশনের ওপর অনলাইনে গবেষণা প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এ তথ্য প্রকাশ করেন। এছাড়া প্রতিটি কার্যদিবসে গড়ে ১৯ মিনিট কোরাম সংকট হয়েছে।

টিআইবি’র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে একাদশ জাতীয় সংসদ কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। সঠিক কৌশল ও দতার অভাবে বিরোধী দলের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিধি অনুযায়ী স্পিকার সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারেননি বলেও অভিযোগ করে টিআইবি।

উল্লেখ্য, জাতীয় সংসদে ৩৫০ জন সংসদ সদস্য রয়েছেন এবং কোরাম করতে কমপক্ষে ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন। অন্যথায় কোরাম হতে পারে না।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর