December 15, 2025, 11:02 am

আজ ৪০০ প্রবাসীকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স

Reporter Name 163 View
Update : Thursday, October 1, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স আজ থেকে ৪০০ জনকে টিকিট দেবে। যারা রিটার্ন টিকিট করে দেশে এসে করোনায় আটকা পড়েন, তারাই এই টিকিট পাচ্ছেন।

এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ প্রবাসী যাত্রী বৃহস্পতিবার সৌদি ফিরে যাওয়ার টিকিট পাবেন। এই টোকেনধারীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সকাল সাড়ে ৯টায় টিকিট বিক্রি শুরু হবে।

এদিকে অন্যদিনের তুলনায় বৃহস্পতিবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ে দীর্ঘ ভিড় দেখা গেছে। অনেকে টোকেনের আশায় এসেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর