October 8, 2025, 2:44 am

মগবাজারে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

Reporter Name 168 View
Update : Thursday, October 1, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
রাজধানীর মগবাজার থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

বুধবার দিনগত রাতে রমনা থানাধীন মগবাজার মোড়ের ভর্তা-ভাত রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মো. নুর আলম সরদার (৩০), এমদাদুল হক (৩২) ও জাকির হোসেন (৩০)।

ওয়ালিদ হোসেন জানান, আটককৃতদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো আনা হয়েছিলো। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর