November 12, 2025, 3:41 am

এমসি কলেজে গণধর্ষণ: আদালতে দোষ স্বীকার অর্জুন লস্করের

Reporter Name 164 View
Update : Friday, October 2, 2020

নিজস্ব প্রতিবেদক:
স্বামীকে আটকে রেখে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণের মামলায় আদালতে স্বাকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার ৪নং আসামি অর্জুন লস্কর।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক জিয়াদুর রহমান তার জবানবন্দি নেন। এ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও ৫নং আসামি রবিউল ইসলাম বিচারকের খাস কামরায় রয়েছেন। তারাও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী এ তথ্য নিশ্চত করেছেন।

এর আগে পাঁচদিনের রিমান্ড শেষে এই তিন আসামিকে আদালতে আনা হয়। ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন কিনা আদালতের বিচারক তা জানতে চাইলে তারা কিছুক্ষণ চুপ থেকে পরে রাজি হন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীকে আটকে রেখে নববধূকে ধর্ষণ করে কয়েকজন যুবক। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর