July 30, 2025, 7:36 pm

ডিপজলের ঘর ছাড়লেন জয়া আহসান!

Reporter Name 266 View
Update : Friday, October 2, 2020

বিনোদন ডেস্ক:
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ঢালিউডের খল অভিনেতা হিসেবে অধিক পরিচিত মনোয়ার হোসেন ডিপজলের বাড়িতে গিয়ে উঠেছেন। সেখানেই অবস্থান করছেন নায়িকা। কদিন আগে হঠাৎ করেই এমন খবরে জয়ার ভক্তরা চমকে যান। হঠাৎ ডিপজলের বাড়িতে কেন গেলেন জয়া আহসান- এমন প্রশ্নও উঁকি দিতে শুরু করে ভক্তদের মনে।

পরে অবশ্য ঘোর কাটে। জানা যায়, ৪ বছর আগে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং শুর করেন মাহমুদ দিদার। সিনেমাটির শেষ লটের শুটিং বাকি ছিল। আর তা শেষ করতেই সাভারে ডিপজলের বাড়িতে অবস্থান করছিলেন জয়া।

এবার প্রায় সাড়ে তিনি বছর পর শেষ হলো জয়া আহসান অভিনীত সিনেমাটি শুটিং। পরিচালক মাহমুদ দিদার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিপজলের বাড়িতে ছবিটির শুটিং শেষ হয়েছে। শেষ ক’দিনের শুটিংয়ে অংশ নিতেই ডিপজলের বাড়িতে গিয়েছিলেন নায়িকা।

পরিচালক জানান, ‘শুটিং প্রায় শেষ। জয়া আপার দুদিনের শুটিং বাকি ছিল। সেটাও সাভারে ডিপজল ভাইয়ের বাড়িতে শেষ হলো। এখন সম্পাদনার জন্য এই দুদিনের ফুটেজ পাঠাবো। খুব শিগগিরই ছবিটি মুক্তি দিতে পারবো আশা করি।’

‘বিউটি সার্কাস’ ছবিতে জয়া আহসান ছাড়াও ফেরদৌস, তৌকীর আহমেদ ও এবিএম সুমন অভিনয় করেছেন। ছবির গল্পে একজন সার্কাস শিল্পীর চরিত্রে দেখা যাবে জয়াকে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর