December 19, 2025, 4:27 am

হাফিজ ইব্রাহিমের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

Reporter Name 204 View
Update : Monday, October 5, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
বিএনপির দলীয় সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা দুদকের অর্থপাচার সংক্রান্ত মামলাটি বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (৫ অক্টোবর) মামলাটি বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। হাফিজ ইব্রাহিমের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

আদেশের পর খুরশীদ আলম খান জানান, মানিলন্ডারিংয়ের মাধ্যমে হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর মাফরুজার সিঙ্গাপুরস্থ স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক হিসেবে এক লাখ ৭৫ হাজার ডলার জমা করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১১ সালের ১৬ আগস্ট গুলশান থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় ২০১২ সালের ১২ জুন বিচারিক আদালত অভিযোগ আমলে নেন। পরে ২০১৫ সালের ৩ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করেন। বর্তমানে মামলাটি সাক্ষগ্রহণ পর্যায়ে রযেছে। এ অবস্থায় তিনি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। গত ৭ জানুয়ারি হাইকোর্ট তার সে আবেদন খারিজ করে দেন। এরপর হাফিজ ইব্রাহিম আপিল বিভাগে আবেদন করেন।

খুরশীদ আলম খান আরও জানান, সোমবার আপিল বিভাগ হাফিজ ইব্রাহিমের আবেদন খারিজ করে দিয়ে বিচারিক আদালতে কোনো প্রকার মুলতবি ছাড়া মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর