August 2, 2025, 1:06 am

ওমরাহ পালন বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা

Reporter Name 315 View
Update : Tuesday, October 6, 2020

নিউজ ডেস্ক:
বিশ্বমহামারি করোনাভাইরাসের কোভিড-১৯) কারণে রাজকীয় সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের কোন আনুষ্ঠানিক চিঠি অদ্যাবধি পাওয়া যায়নি বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তাসত্ত্বেও কতিপয় ব্যক্তি ও কিছু এজেন্সি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ সাধারণ মুসলিম জনসাধারণের প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে এ ধরণের কর্মকান্ডের কারণে বিধি মতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজকীয় সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারী করা হবে। তার পূর্বে কোন এজেন্সি বা ব্যক্তিকে এ ধরণের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

ওমরাহ গমনেচ্ছু সকলকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণার পূর্বে কারো সাথে এ সংক্রান্ত লেনদেন না করার জন্যও অনুরোধ করা হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর