October 27, 2025, 10:23 pm

মাধবদীতে বিদেশী অস্ত্রসহ দুই যুবক আটক

Reporter Name 148 View
Update : Thursday, October 8, 2020

মাধবদী(নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীতে বিদেশী অস্ত্রসহ দুই যুবকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা মাধবদীতে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন রাইন ওকে মার্কেটে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- শেরপুর জেলার শিবদী থানার জাবেদ আলীর ছেলে আকাশ মিয়া (২২)। সে বর্তমানে মাধবদী পৌর এলাকার কোতালিরচর (মেন্ডাতলা) বাসা ভাড়া করে থাকে। অপরজন রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুস সুবহানের ছেলে রাকিব (২১)।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, বেলা ১১ টায় মাধবদী বাজার পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত রাইন ওকে মার্কেটের তৃতীয় তলায় অস্ত্র কেনা-বেচার জন্য বিক্রেতারা অবস্থান করছে। এ গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের অপর এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আআটককৃত দুইজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে নরসিংদীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর