October 31, 2025, 2:55 pm

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের বিচারের দাবিতে গণ অবস্থান

Reporter Name 187 View
Update : Sunday, October 11, 2020

নিজস্ব প্রতিনিধি:
জয়পুরহাটসহ সারা দেশের ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

গণ অবস্থান কর্মসূচি চালাকালে বক্তব্য রাখেন, মানবিক ছাঁয়া সংগঠনের সমন্বয়ক তিতাস মোস্তাফা, উদীচী সংগঠনের সভাপতি ইউনুছার রহমান, সাধারণ সম্পাদক তমাল আহম্মেদ, জয়পুরহাট পরিবারের অ্যাডমিন সাজ্জাদুল ইসলাম সেতু, সৈয়দ হাসান পরাগ, আফরিন সুলতানা রনি, সার্ক মানবাধিকার সংগঠনের সহ সভাপতি সেলিনা হাসি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যেকোন ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং গণধর্ষণের ক্ষেত্রে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। কোন ধর্ষণ মামলায় প্রশাসনের কারো স্বজনপ্রীতি, গাফিলতি ধরা পড়লে অথবা টাকা নিয়ে নিষ্পত্তি করতে চাইলে কিংবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরে আন্দোলনকারীরা ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও দ্রুত বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর