August 7, 2025, 2:26 am

৯৯৯-এ কল, চুরি হওয়া গাড়ি ২০ মিনিটে উদ্ধার করলো পুলিশ

Reporter Name 181 View
Update : Monday, October 12, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে চুরি হওয়া প্রাইভেটকার ২০ মিনিটে উদ্ধার করলো পুলিশ। এ ঘটনায় কবির হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল ৬টা ৫৫ মিনিটে ৯৯৯-এ কল করে এক ব্যক্তি তার প্রাইভেটকার চুরি হয়েছে বলে পুলিশকে জানায়। এরপর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ঘটনাটি জানানো হয় ট্রাফিক কন্ট্রোল রুমে। বিষয়টি জানা মাত্র ট্রাফিক তেজগাঁও বিভাগের সকল ট্রাফিক সদস্য প্রাইভেটকারটি উদ্ধারে তৎপরতা শুরু করেন। পরে সকাল সোয়া ৭টার দিকে বিজয় সরণি এলাকায় দায়িত্বরত সার্জেন্ট হুমায়ূন রশিদ প্রাইভেটকারটি দেখতে পেয়ে গাড়িটি আটক ও চালককে গ্রেফতার করেন। পরে চালকসহ গাড়িটি তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর