August 7, 2025, 2:35 am

জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন শুরু ১৬ অক্টোবর

Reporter Name 177 View
Update : Tuesday, October 13, 2020

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট:
কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার এবং পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন। দু’দিনব্যাপী এই সম্মেলনটি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্মেলনটিতে প্রায় ৫০০ কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী অংশ গ্রহণ করবে। সম্মেলনে আটটি প্ল্যানারি সেশন, তিনটি প্যারালাল সেশন ও নেটওয়ার্কিং দক্ষতা উন্নয়ন ট্রেনিং সেশনসহ বিভিন্ন প্রোগ্রাম থাকছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সমাপনী পর্বে থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়াও আরও উপস্থিত থাকবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, ইউএনএফপিএ এর বাংলাদেশ প্রতিনিধি ডা. অসা টোরকেলসন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধির ডা. বরদান জং রানা, বাংলাদেশ নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারয়েজ ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সিনিয়র কান্ট্রি ডিরেক্টর ক্যরোলিন ক্রসবি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অপশনস কনসালটেন্সি সার্ভিস লিমিটেডে কান্ট্রি লিড নাদিরা সুলতানা ও বাংলাদেশ ইয়ুথ হেলথ একশন নেটওয়ার্কের সমন্বয়কারী মো. মাহবুব সরকার প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর