August 7, 2025, 2:28 am

আলুতেও আগুন, দাম নিয়ন্ত্রণে অভিযান

Reporter Name 192 View
Update : Wednesday, October 14, 2020

স্টাফ করেসপন্ডেন্ট:
মাসের ব্যবাধানে আলুর দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায়, দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর পাইকারি ও খুচরা বাজারগুলোতে এ অভিযান পরিচালন করছে অধিদফতর।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, উত্তরবঙ্গ থেকে যেসব আলু আসছে তা ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর বিক্রমপুর থেকে যেসব আলু আসছে তা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। তবে দাম বাড়ার পেছনে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করছেন অধিদফতরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক ও মাগফুর রহমান। তারা বলেন, পাইকারি প্রতিকেজি আলু ৪২ টাকায় বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। অনেক দোকানির অভিযানের খবর শুনে দোকান রেখে পালিয়ে গেছে। এছাড়া অভিযানকালে আলু ও পেয়াজ বেশি দামে বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কি-না, তা মনিটরিং করতে অধিদফতরের পাঁচটি টিম রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে অভিযান পরিচালনা করছে। যদি কেউ অনৈতিকভাবে বাজারে নিত্যপণ্য বেশি দামে বিক্রি করে, তাদের বিরুদ্ধ আইন অনুযায়ী জরিমানা ও শাস্তির ব্যবস্থা নেয়া হবে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর