August 7, 2025, 2:26 am

নেত্রকোনায় সিএনজি-অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত

Reporter Name 162 View
Update : Wednesday, October 14, 2020

নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোনায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চান খাঁ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নেত্রকোনা পৌর শহরের রাজুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চান খাঁ জেলার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ খাঁ’র ছেলে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে নিহত চান খাঁ বাড়ি থেকে ব্যাটারি চালিত অটো রিকশা দিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছিল। শহরের রাজুর বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চান খাঁ মারাত্মকভাবে আহত হয়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়। কাউকে আটক করতে পারেনি পুলিশ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর