August 2, 2025, 1:02 am

ঝালকাঠিতে মা ইলিশ রাক্ষায় পুলিশ সুপারের অভিযান

নিজস্ব প্রতিবেদক: 326 View
Update : Thursday, October 15, 2020

ইলিশ রাক্ষায় নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নেতেৃত্বে অভিযান চালায় জেলা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১২ পরে ঝালকাঠির সুগন্ধ ও বিষখালী নদীতে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে নামে জেলা পুলিশর একটি দল। ভোর রাত পর্যন্ত চলা এ অভিযানে কোনো জেলেকে নদীতে জাল ফেলতে দেখা যায়নি।

মা ইলিশ রক্ষায় অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মু. হাবীবুল্লাহ, ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম তালুকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, প্রজনন মৌসুমের নিষিদ্ধকালীন সময়ে জেলেরা যেন নদীতে নেমে ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে এর পরও যদি কেউ নদীতে ইলিশ শিকার করতে নামে তাহলে তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর