July 30, 2025, 11:03 pm

নিজেদের মধ্যে সংঘর্ষে আহত ২১ ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক: 248 View
Update : Thursday, October 15, 2020

ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুই দল সেনার মধ্যে মারামারির ঘটনায় ২১ জন সেনা আহত হয়েছে। আলাদা দু’টি কোম্পানির সেনারা প্রশিক্ষণের জন্য অধিকৃত ভূখণ্ডের একটি ঘাঁটিতে অবস্থান করছিল।

ইসরায়েলি সামরিক বাহিনীর দেয়া তথ্য বলছে, রবিবার দুপুরের খাবার খাওয়ার জন্য ডাইনিং হলে লাইন ধরে অপেক্ষা করার সময় বেদুইন ৫৮৫তম গোয়েন্দা ইউনিটের সদস্যদের সঙ্গে সাকেড ব্যাটালিয়ন কোম্পানির সদস্যদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে দু‘দলের মধ্যে মারামারি শুরু হয়।

এসময় মারামারিতে দুই দলের প্রায় ৩০ জন সেনাসদস্য জড়িয়ে পড়ে এবং এর মধ্যে ২১ জন আহত হয়। প্রায় ১০ মিনিট ধরে দুজনের মারামারি হয়; পরে ট্রেনিং কমান্ডার এসে তাদের এই মারামারি থামান। এক সময় মারামারি এত মারাত্মক পর্যায়ে চলে যায় যে, কয়েকজন সেনা তাদের রাইফেলে গুলি ভরতে শুরু করে। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।

আহতদের বেশিরভাগকেই ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তবে আহত আট সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়। সামরিক ঘাঁটির হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সেনাদের মধ্যেও পরে আবারো সংঘর্ষ শুরু হলে সে সংঘর্ষ দ্রুত থামিয়ে দেন একজন কমান্ডার।

ইসরায়েলি সামরিক বাহিনী মারামারির ঘটনাটি খুবই অস্বাভাবিক ও মারাত্মক বলে বর্ণনা করে বলছে, এই ঘটনায় জড়িত প্রত্যেক সেনাসদস্যকে শাস্তির আওতায় আনা হবে।

দেশটির সামরিক বাহিনী বলেছে, এই সংঘর্ষ থামাতে যেসব কমান্ডার ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। সামরিক প্রশিক্ষণ থেকে দুই কোম্পানিকেই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর