কুমার শানু করোনায় আক্রান্ত

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নিজস্ব ভেরিফায়েজ ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে লেখা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা আক্রান্ত। সবাই তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আপাতত তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন।
গত তিন দিন আগে হঠাৎ করে শরীরে জ্বর আসে কুমার শানুর। এরপর পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে।
কদিন আগেই স্টার জলসার রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গার’-এর গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে উপস্থিত ছিলেন এই তারকা শিল্পী।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর