September 10, 2025, 9:50 pm

নুরদের নতুন দল ‘গণঅধিকার পরিষদ’

স্টাফ করেসপন্ডেন্ট: 210 View
Update : Friday, October 16, 2020

শিগগিরই আত্মপ্রকাশ করেছে নুর- রাশেদদের নতুন রাজনৈতিক দল। ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অপেক্ষা এখন আনুষ্ঠানিক ঘোষণার। এর আগে বিভিন্ন সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর একাধিকবার রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। এছাড়া ছাত্র অধিকার পরিষদের আদলে দেশে-বিদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে অধিকার পরিষদ গঠন করেছেন তারা।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন জানান, আমাদের নতুন রাজনৈতিক উদ্যোগের নাম ‘গণ অধিকার পরিষদ’। ইতোমধ্যে এই উদ্যোগে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক আমলা, অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের গুনী ব্যক্তিরা।

এ বিষয়ে রাশেদ খান বলেন, এটি মূলত তারুণ্যনির্ভর রাজনৈতিক দল। তার মানে এই নয় যে, এই দলের সবাই বয়সে তরুণ। এখানে প্রবীণ-নবীনরা মিলে একটি সুন্দর দেশ গড়ে তুলবে। নাগরিক অধিকার নিশ্চিতে তারা কাজ করবেন তারা।

ছাত্র অধিকার পরিষদের সাবেক এই নেতা বলেন, আপাতত দলগঠন করা হচ্ছে। আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলের ঘোষণা করা হতে পারে। আর ‘গণ অধিকার’ পরিষদ নামও চূড়ান্ত হতে পারে। সবাই একমত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সারাদেশে এ পরিষদের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান মুহাম্মদ রাশেদ খাঁন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর