October 22, 2025, 3:06 pm

করোনায় আরও ১৪ জনের প্রাণহানি

স্টাফ করেসপন্ডেন্ট: 201 View
Update : Sunday, October 18, 2020

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০ জনে। এছাড়া এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৪ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন হয়েছে। এছাড়া মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ২ জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর