October 27, 2025, 7:21 pm

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুত্রবধূ নিহত, আহত শ্বশুর

স্টাফ করেসপন্ডেন্ট: 155 View
Update : Sunday, October 18, 2020

কিশোরগঞ্জের কাটিয়াদী উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই নারীর শ্বশুর মোটরসাইকেল চালক।

রবিবার (১৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার চারিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়মা জাহান প্রীতি বাজিতপুর উপজেলার বিলপাড় দোয়াইগাঁও গ্রামের মাইনুল হাসান মাসুমের স্ত্রী।

পুলিশ জানায়, কুতুব উদ্দিন ছেলের স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। দুপুরে পৌনে ১১টার দিকে কাটিয়াদী পৌরসভার চারিয়াকোনা এলাকায় পেছন দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ।এতে ঘটনাস্থলেই গৃহবধূ প্রীতি (২৩) নিহত হন। আহত কুতুব উদ্দিনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কটিয়াদী হাইওয়ে পুলিশের এসআই মো. নজরুল ইসলাম বলেন, পিআকআপভ্যান ও চালককে আটক করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর