August 4, 2025, 12:16 am

মার্চে ঢাকায় আসছেন মোদী!

Reporter Name 275 View
Update : Sunday, October 18, 2020

মার্চে ঢাকায় আসছেন মোদী!
স্টাফ করেসপন্ডেন্ট:
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই আগামী বছরের ১৭ বা ২৬ মার্চ তিনি বাংলাদেশে আসতে পারেন।

রবিবার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এরপর তিনি ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন। যোগ দেয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর