ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে আ’লীগের প্রার্থী হাবিব হাসানের গণসংযোগ

আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে ঘিরে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান পায়ে হেটেঁ গণসংযোগ করে বেড়াচ্ছেন।
শনিবার সকাল ১১ টা থেকে খিলক্ষেত কুড়াতলি এলাকায় জনসমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন আওয়ামীলীগের প্রার্থী হাবিব হাসান। গণসংযোগ করতে গিয়ে উপনির্বাচনে আওয়ামীলীগের এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, নৌকা মার্কা পাওয়ার পর গণসংযোগ শুরু করেছি। সকলের সহযোগীতা পেলে আগামী ১২ই নভেম্বের নৌকার বিজয় হবে বলে আশা করছি।
এর আগে হাবিব হাসান গতকাল উত্তরখান মাজার মসজিদে জুম্মার নামাজ আদায় করে মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর