September 13, 2025, 11:30 pm

রায়হান হত্যার মূল আসামি শনাক্ত, শিগগিরই গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক- 151 View
Update : Saturday, October 24, 2020

সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হান আহমদ হত্যা মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘শিগগির তাকে গ্রেফতার করা হবে।’ এছাড়া অপরাধ করে পুলিশের কোনও সদস্য পার পাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন জনতার পুলিশ হতে। সেই লক্ষে পুলিশ বাহিনী জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশের স্লোগান ‘জনতাই পুলিশ, পুলিশ জনতা।’

আসাদুজ্জামান খাঁন করোনাকালে পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ স্বজনরা রাস্তায় ফেলে গেলেও পুলিশ তা উদ্ধার করে দাফন করেছে। করোনার মধ্যে অন্যান্য হাসপাতালে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেলেও পুলিশ হাসপাতাল রোগীদের সেবা দিয়ে মানুষের বিশ্বস্ততা অর্জন করেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের কাজ চলছে। ইতিমধ্যে পুলিশ বাহিনীতে দুটি হেলিকপ্টার যোগ করার প্রক্রিয়া চলমান।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।’

গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে ১২ অক্টোবর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এই ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর