August 31, 2025, 4:55 pm

দুর্নীতি, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে জড়িতদের ছাড় দেয়া হবে না: প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট: 135 View
Update : Sunday, October 25, 2020

দুর্নীতি, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে যারা জড়িত তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যারাই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকুক না কেন আইন অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত করা হবে। যখনই কোনও অন্যায় হবে তখনই এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।’

রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, কোনও অন্যায়ের তথ্য যখন আমাদের সামনে আসে, তখন ভাবি না যে এতে আমাদের দলের কেউ জড়িত আছে কিনা। সরকারের দুর্নাম হবে কিনা। আমরা কখনই ভাবি না। আমি মনে করি অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।’

দুর্নীতির বীজ ১৯৭৫ সালের আগস্টের পরে অবৈধভাবে ক্ষমতায় আসা সরকারদের দ্বারা রোপণ করা হয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এইচএম এরশাদ ও খালেদা জিয়া তারা কেবল দুর্নীতি লালনই করেননি, তারা দুর্নীতির সঙ্গে জড়িতও ছিলেন। ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার কখনই তা করেনি। যখনই আমরা কোনও দুর্নীতি পাচ্ছি, সেই ব্যক্তি যেই হোক না কেন বা দলের যত বড় পদেই থাকুক না কেন আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আমরা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অনড়, আমরা হলি আর্টিজান ঘটনা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মোকাবিলা করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার জনগণের মধ্যে সচেতনতা তৈরি করেছে কারণ সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া কোনো কিছু অর্জন সম্ভব নয়।

ডিআরইউ এর সাবেক সভাপতি ও রজতজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদারের সভাপতিত্বে, ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ডিআরইউ সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, ডিআরইউর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ, ডিআরইউর ভাইস প্রেসিডেন্ট নজরুল কবীর, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর