August 2, 2025, 12:20 pm

অধস্তন আদালতে ডিসেম্বরের ছুটি কমিয়ে আদেশ জারি

স্টাফ করেসপন্ডেন্ট: 199 View
Update : Sunday, October 25, 2020

দেশের অধস্তন (বিচারিক) আদালত সমূহের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি কমিয়ে আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রবিবার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর বিকেল ৪টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধস্তন (বিচারিক) দেওয়ানি আদালতসমূহে ২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে।

এর আগে প্রতিবছর ডিসেম্বর মাসজুড়ে অধস্তন আদালতে অবকাশকালীন ছুটির প্রচলন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ করে দিতে চলতি বছর ছুটির সময়সীমা কমিয়ে আদেশ জারি করলো সুপ্রিম কোর্ট প্রশাসন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর