August 31, 2025, 6:34 am

নৌকার পক্ষে গণসংযোগ করলেন উত্তরা পশ্চিম থানা হকার্সলীগ

রাসেল খান 197 View
Update : Tuesday, October 27, 2020

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ এবং মিছিলে মুখরিত করেন উত্তরা পশ্চিম থানা হকার্সলীগ। প্রতিক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু হলেও আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠন গুলো পুরোপুরি মাঠে নেমেছে। ঢাকা-১৮ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের পক্ষে ।

তফছিল ঘোষনার পর থেকে নেতকর্মীরা বিচ্ছিন্নভাবে নির্বাচনী মাঠে সরব থাকলেও মান অভিমান ভূলে সত্বস্ফুর্ত ভাবে মিছিল দেখা গেছে সকল আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীদের।

সোমবার সকাল ১১টার দিকে রবিন্দ্রসরনী রোডে হকার্সলীগ নেতা রাসেল মন্ডলে নেত্রীত্বে মিছিল করেন করেন ব্যবসায়ীরা,মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ এমাদুল ইসলা,আনোয়ারুল ইসলাম,বাবুল ইসলাম,শ্রী চন্দন সহ অসংখ্য নেতাকর্মীরা
দফায় দফায় নৌকা প্রতীকের পক্ষে মিছিল স্লোগানে মুখরিত হয়ে উঠে উত্তরার প্রাণকেন্দ্র তিন নম্বার সেক্টর এবং সাত নম্বর সেক্টর এলাকা রবিন্দ্রস্বরনী সড়ক।
উত্তরার সকল ব্যবসায়ী সহ হকার্সলীগের মিছিলে ছিল নেতাকর্মীদের স্বঃতস্ফূর্ত উপস্থিতি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর