October 27, 2025, 4:47 pm

খুলনায় দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

খুলনা- 167 View
Update : Tuesday, November 10, 2020

খুলনায় ট্রেনে কাটা পড়ে ও ট্রলিচাপায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহানগরীর জোড়াগেট রেলক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় বিকেল সোয়া ৪টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসে তিনি কাটা পরে মারা যান। অজ্ঞাতপরিচয় এই ব্যক্তির বয়স আনুমানিক (৫০) এক ব্যক্তি মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

অপরদিকে, তেরখাদা উপজেলার পশ্চিমপাড়া এলাকায় বিকেল ৩টায় তেরখাদা- কালিয়া রোডে ট্রলিচাপায় রাবেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মাদ গোলাম মোস্তফা জানান, উপজেলার পশ্চিমপাড়া এলাকার মৃত আতিয়ার রহমান মোল্যার স্ত্রী রাবেয়া বেগম (৭৫) রাস্তা দিয়ে চলাচলের সময় ট্রলিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রলিসহ চালক চুন্নু শেখকে পুলিশের কাছে সোপর্দ করেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর