September 13, 2025, 11:31 pm

মাধবদীতে প্রয়াত মেয়র শহীদ জনবন্ধু লোকমান হোসেনের ৯ম শাহাদাত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক- 159 View
Update : Thursday, November 12, 2020

নরসিংদীতে মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ এর আয়োজনে প্রয়াত মেয়র শহীদ জনবন্ধু লোকমান হোসেনের ৯ম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও খাবার বিতর করা হয়। আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া। এতে বেনজির আহমেদ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত মেয়র লোকমান হোসেন’র ছোটভাই নরসিংদী পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব কাময়জ্জামান কামরুল।
এ সভায় লোকমান খুনিদের বিচারের দাবী নিয়ে বক্তব্য রাখেন,বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. শওকত আলী ,বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূঁইয়া,মাধবদী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কমিশনার,নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ জাকারিয়া, নরসিংদী সদর উপজেলা তাতীলীগের আহ্বায়ক শাহিনুর মিয়া,জাতীয় শ্রমিক লীগ মাধবদী থানার শাখার আহ্বায়ক আনিছুর রহমান সোহেল,মাধবদী থানা কৃষকলীগের সভাপতি খায়রুল ইসলাম, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন,নরসিংদী সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ।
এ সভায় মাধবদী শহর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ , তাঁতী লীগ সহ আওয়ামী পরিবারের তৃণমূল নেতাকর্মীরা লোকমান হত্যার বিচারের দাবি নিয়ে স্লোগানে স্লোগানে মিছিলে নিয়ে অংশ গ্রহন করেন।
লোকমান হত্যাকারীদের আশ্রয় এবং পশ্রয় দাতারা সমান অপরাধী সে বিষয়টি ও যেন বঙ্গবন্ধু’র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে দ্রুত লোকমান হোসেনের হত্যাকারীদের বিচারের আওতায় আনেন এ আহ্বান জানান বক্তারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর