September 13, 2025, 9:09 pm

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

উত্তরা প্রতিনিধি, 190 View
Update : Saturday, November 28, 2020

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা ও টঙ্গীর সাংবাদিকরা।
শনিবার দুপুরে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে প্রায় শতাধিক সাংবাদিক একত্রিত হয়ে সাংবাদিক নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে এ মানববন্ধন করেন সাংবাদিকরা।
এসময় মানববন্ধনে এমএলএম কোম্পানি এসএম ট্রেডিংয়ের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের জের ধরে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যে চাঁদাবাজির মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। মানববন্ধনে সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে যে সকল হয়রানী ও মিথ্যা মামলা দায়ের হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানান ভুক্তভোগী সাংবাদিকরা । সেইসঙ্গে সরকার অনুমদোনহীন এমএলএম কোম্পানির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য যে, গত ২২শে অক্টোবর কুড়িল বিশ্বরোডে এসএম ট্রেডিং নামের একটি এমএলএম কোম্পানির প্রতারণার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকের উপর হামলা চালায় কোম্পানির মালিকসহ সন্ত্রাসীরা। হামলার ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী সাংবাদিক সামসুদ্দীন জুয়েল। পরে সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টাপাল্টি উত্তরা পশ্চিম থানা ও ভাটারা থানায় চাঁদাবাজি মামলা দায়ের করে কোম্পানিটি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর