August 3, 2025, 1:56 am

দেশে করোনায় ৩১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৬৬

নিজস্ব প্রতিবেদক | 280 View
Update : Sunday, December 6, 2020

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৬৬৬ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ৭৭ হাজার ৫৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৫৫২ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৯৫ হাজার ৯৬০ জন করোনা থেকে সুস্থ হলো।
৬ ডিসেম্বর, রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১২টি ল্যাবে ১৩ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন পরীক্ষাসহ) করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩১৫টি। এ পর্যন্ত দেশে মোট ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ৩১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৪ জন ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ২৩১ জন ও নারী এক হাজার ৬০৭ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন ও ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন, খুলনায় একজন, বরিশালে দুজন, সিলেটে দুজন, রংপুর বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩০ জন ও বাড়িতে একজন ।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর