August 4, 2025, 12:12 am

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মশাল হাতে ব্যারিস্টার তৌফিকুর রাহমান

স্টাফ করেসপন্ডেন্ট- 284 View
Update : Monday, December 7, 2020

স্টাফ করেসপন্ডেন্ট- কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে ও ধর্মান্ধ মৌলবাদ,জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) রাতে গুলশানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মশাল হাতে নিয়ে এ মিছিল এর নেতৃত্ব দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রাহমান।

ভাস্কর্যে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করে এ প্রতিবাদে আরও সামিল হন কেন্দ্রীয় কমিটির আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ কাজী মাজহারুল ইসলাম, মোঃ জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার বাবু,ঢাকা উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এরমান বাবু,যুবলীগ নেতা সোহেল শাহরিয়ার,ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রমূখ। ব্যারিস্টার তৌফিকুর রাহমান এর একান্ত সহকারি ছানাউল্লাহ আহমেদ এর সঞ্চালনায় ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর