July 31, 2025, 6:22 am

বিমানবন্দরের মিললো যুদ্ধকালীন সময়ের ২৩০ কেজি ওজনের বোমা

আদনান সানী 284 View
Update : Wednesday, December 9, 2020

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়া এবং পাইলিং করার সময় মিললো যুদ্ধকালীন সময়ের ২৩০ কেজি ওজনের একটি বোমা।
সূত্র জানায়, বুধবার সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আইকন ইঞ্জিনিয়রিং এর পাইলিং এর কাজ করার সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায় এবং বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানায়। বিমানের কর্তৃপক্ষ ঘটনা স্থলে পৌছে বিষয়টি বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি একটি বোমা যার ওজন ২৩০ কেজি। প্রাথমিকভাবে তারা বোমাটি নিষক্রিয় করলেও বোমাটি এখনো পুরোপুরি নিষক্রিয় হয়নি বলে জানান বোম্ব ডিসপোজাল ইউনিট। বোমাটি পুরোপুরি নিষক্রিয় করার জন্য বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে পাঠানো হবে বলে জানান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিট। বর্তমানে ঘটনাস্থল নিরাপদ আছে বলে জানন বিমান কর্তৃপক্ষ।
বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, বিমান কর্তৃপক্ষ বিষয়টি জানার পরপর সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয় এবং তারা প্রাথমীক ভাবে বোমাটি নিষক্রিয় করে।
জানা যায়, নির্মাণাধীন তৃতীয় টার্মিনালটি মূল বিমানবন্দরের এলাকার বাইরে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর